মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহবুব আলী

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৩ ০৪:১৫:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
60

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৪ মাধবপুর -চুনারুঘাট আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো মাহবুব আলী।

বুধবার  (২৯- নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান এর কার্যালয়ে আওয়ামী লীগের  মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট ফজলে আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, বীর মুক্তিযোদ্ধা রহম আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম,চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান নয়ন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল পাঠান,সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান,শেখ শাহিন উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী গত ২ মেয়াদে হবিগঞ্জ -৪(মাধবপুর -চুনারুঘাট)  আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে,তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনেই পুনরায় তাকে মনোনয়ন দিয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি