রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৩ ১২:৪২:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
67

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এসময় জেলা প্রশাসন কার্যালয়ের আশাপাশ এলাকা ছিল এক উৎসবে মুখর। দলীয় নেতাকর্মীরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। ছিলেন সিলেটের গণমাধ্যম কর্মীরাও।

মনোনয়নপত্র জমা দেয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশেই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগন ভোটকেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন।

তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তাই অবরোধ  হরতালের মতো ধ্বংসাত্মক রাজনীতি তারা পরিহার করেছেন।

নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করেছি। আরও অনেক প্রকল্প বাস্তবায়নের আছে। আগামীতে সেগুলোও বাস্তবায়ন করতে চাই। জনগনের জন্য কাজ করেছি বলে আমার বিশ্বাস আবারও তারা আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাবেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের নেতৃবৃন্দ।

 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি