রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

শাবি নৃবিজ্ঞান বিভাগে আন্তঃসেমিস্টারলীগ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২১/১১/২০২৩ ০৬:৫৮:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
68

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৫তম ব্যাচের উদ্যোগে আন্তঃসেমিস্টারলীগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড.চৌধুরী ফারহানা ঝুমা, সহযোগী অধ্যাপক ড. মনজুর উল হায়দার সুমন, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, শারীরিক শিক্ষা বিভাগের ফিজিকাল ইন্সট্রাক্টর শরীফ আহমেদ সোহাগ এবং মুহিবুর রহমান বাবর উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক জাকারিয়া বলেন, অত্যন্ত দক্ষতা এবং শৃঙ্খলার সাথে খেলায় শেষ করা উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সহযোগিতার মাধ্যমেই বিভাগ ফুটবলে  অনেক দূর এগিয়ে যাবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে নৃবিজ্ঞান বিভাগ পাশে থাকবে।

টুর্ণামেন্টে নৃবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২৬তম ব্যাচ রানার্সআপ হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি