কোম্পানীগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসের উপকারভোগী যুবক-যুবতীরা অংশ নেন।