
সিলেটের সহায়ক কর্মচারী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিদিন ডেস্ক
প্রকাশ ২০২৩-১১-২০ ০৮:৩৭:৩৫

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন,সাধারণ জনগণকে ন্যায় বিচার ও সেবা প্রদানের জন্য আদালতের সহায়ক কর্মচারীগণের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিচারপ্রার্থীদের সেবার মাধ্যমে প্রমাণ করবো আমরা ভালো কাজ করতে পারি। তার জন্য দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই।
সোমবার (২০ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট কর্তৃক আদালতের কনফারেন্স হলে সহায়ক কর্মচারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড.আবুল হাসানাতের সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রশিক্ষণ পরিচালক অঞ্জন কান্তি দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ কোর্ট (যুগ্ম জেলা জজ) এর ম্যাজিস্ট্রেট মো.আনোয়ারুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব, নূসরাত তাসনিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিলরুবা ইয়াছমিন, মো. আলমগীর হোসেন, আসমা জাহান, কাজী মো.আবু জাহের বাদল প্রমুখ।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য