
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জে প্রস্তুতি সভা

জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-১১-২০ ০৮:০৪:১৫

মহান বিজয় দিবস উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে জকিগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 'র প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর সহ প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে বিস্তারিত আলাচনা করা হয়।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য