বৃহস্পতিবার, নভেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

শ্রমিক ইউনিয়ন বাংলাবাজার উপ-পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশ ২০২৩-১১-২০ ০৭:৫৮:২৩
দোয়ারাবাজার শ্রমিক ইউনিয়ন

IT Factory Ad

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে শেষ সময়ে জমে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্র-১৬৯৩/৯৩ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।সোমবার(২০ নভেম্বর ) উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।ত্রি-বার্ষিক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ।

সরাসরি ব্যালটের মাধ্যমে শ্রমিক ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.আবুল কালাম( চেয়ার)  ১৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সমসের আলী(চাকা) ১১৯ ভোট।

সহ সভাপতি মো.জিয়াউর রহমান(বাই সাইকেল )২৪০ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মানিক মিয়া (রিক্সা)৭৪ ভোট।

সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম (মোটরসাইকেল )১৮৭  টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শাহ মিরন (দোয়াত কলম) ১২৮ ভোট।

সহ সাধারণ সম্পাদক মো.আব্বাস মিয়া (দেওয়াল ঘড়ি ) ১৭৮টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আকছর মিয়া  (মই) ১৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক মো.সাইদুর রহমান (কলস) ২২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মানিক মিয়া (হরিণ) ৯৮ভোট।

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সদস্য পদে হাফিজ উদ্দিন (ফুটবল )১৯২ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহিদ মিয়া(ঘোড়া) ১২৯ভোট পেয়েছেন।মোট ৩৫০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৩০  জন।

এ সময় সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া, এএসআই নোমান মিয়া,সুমন চন্দ্র দেব,বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হান্নান, নুরুল ইসলাম,মো.ছফিউল্লাহ, নরসিংপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান, সমাজসেবক নুরুল আমিন, কামরুজ্জামান ভুইয়া রুবেল, জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কমিশনার খলিলুর রহমানসহ এলাকার সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, বেবী টেক্সী শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-১৬৯৩/৯৩ এর সভাপতি সোহেল আহমেদ  সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচনে বিজয়ীদের শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকদেরকে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর পরামর্শ দেন।

সিলেট প্রতিদিন/ এমএ

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

৭ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ল গাজায়


মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড


মুমিনুলের দুই উইকেটে অবশেষে অলআউট...


মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না রুয়েলের


দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ


সিলেট মহানগর ছাত্রদলের সেক্রেটারি গ্রে ফ তা র


এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র ২য়...


সিলেটের ৬ আসনে ৫৫টি মনোনয়ন ফরম বিক্রি


সিলেট বিভাগে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর...


দ্বিতীয় বিয়ে করবেন না অপু বিশ্বাস


সিলেটে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড


নৌকার মাঝি হয়ে জেলা পরিষদ থেকে পদত্যাগ


নৌকার মাঝি রনজিতকে ঘিরে নেতা-কর্মীদের...


সিলেটে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড


এম এ মান্নানকে ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস


উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে দ্বিতীয় দিনটা...


মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসায় পছন্দের...


মনোনয়নপত্র জমা দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ...


আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহবুব আলী


হবিগঞ্জের ৪ আসনে ১৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ


নৌকায় উচ্ছাসিত ওসমানীনগর আওয়ামী লীগ


সেলফি তুলতে সিলেটের মাঠে শিশু


মসজিদের করা সকলের দায়িত্ব: মেয়র...


সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক...


‘মেরে খাওয়ার জন্য আসিনি’


স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি মজিদ খান ও মিলাদ...


হামাসের সবচেয়ে বড় ভয় শান্তিপূর্ণ সহাবস্থানে :...


মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন: সিলেটে ড....


উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন...


ড. মোমেনকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উষ্ণ...


নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত উপাধ্যক্ষ...


অপপ্রচার সৃষ্টিকারীরা সকল কিছুতে ব্যর্থ -...


জকিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার...


হবিগঞ্জ-২ : স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন...


শাবিতে গ্রন্থাগারের সম্পদ ব্যবহার ও সুবিধা...


বিজ্ঞাপন স্থান