সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

এপিএতে দেশ সেরা হবার লক্ষ্যে কাজ করছে শাবি: উপাচার্য

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৩ ০৬:৩৬:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
81

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন  আহমেদ।

সোমবার (২০ নভেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার  সভাকক্ষে ৩ দিন ব্যাপি শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণনের  ৩য় দিনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও দপ্তরের বার্ষিক কর্মসম্পাদক চুক্তির মোট ৪৭জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গত বছরের পর্যালোচনায় ২য় হয়েছি। সময় এখন দেশ সেরা হবার। আর দেশ সেরা হবার জন্য আজকে যারা ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন তাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় আমরা শীর্ষস্থান অর্জণ করতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে  উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন বলেন, শুদ্ধাচার সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজকে  উপস্থিত  ফোকাল পয়েন্টরা আমাদের বার্ষিক সম্পাদন চুক্তির মূল কর্ম হাতিয়ার। আপনাদের কাজের দক্ষতার উপরই আমাদের সফলতা নির্ভর করছে।

এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে  রিসোর্স পার্সন হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার মো.ফজলুর রহমান। সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের  ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার  আ ফ ম মিফতাউল হক।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি