শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

বালাগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় আটক ৩

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৩ ০৬:২৬:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
68

সিলেটের বালাগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় দক্ষিণ সুরমার তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম টিলাপাড়া গ্রামের তজম্মুল খা’র ছেলে ফারুক খা, নিজ সিলাম গ্রামের সুফিয়ান আলীর ছেলে শরীফুল ইসলাম ও ফজর আলীর ছেলে কামরান মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রোববার বালাগঞ্জের দেওয়ানবাজারে একটি অটোরিকশা (সিএনজি) করে ছাগল চুরি করে পালায়নের সময় মোটরসাইকেল দিয়ে ধাওয়া দিয়ে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এসময় এ রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন অটোরিকশা ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেন বালাগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, আটক চোরদের কাছ থেকে সাদা-কালো রঙ্গের একটি ছাগল ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের নামে মামলা রুজু করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি