সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৩ ০৫:৩৯:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
74

বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দুই দিনের হরতাল শেষে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (২২ নভেম্বর) থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে রাজপথের বিরোধী দল বিএনপি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে বিএনপি। পরে সেই হরতালে সমর্থন জানায় জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। 

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দলগু‌লো। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

পরে চতুর্থ দফায় রোব ও সোমবার ১৪ নভেম্বর অবরোধ পালন করে দলটি। পঞ্চম দফায় ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর অবরোধের ডাক দেয় দল‌টি।

সবশেষ ষষ্ঠ দফায় দুই‌ দিন হরতালের পর আজ আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলো।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি