রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

বাড়ি থেকে বের হয়ে মৌলভীবাজারের দুই তরুণী উধাও

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৩ ১১:৪০:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
75

কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া মৌলভীবাজারের দুই তরুণীর সন্ধান এখনো পায়নি পরিবার। বিগত ছয়দিন থেকে চারদিন ধরে তারা বাড়ি ফিরেনি। তাদের পরিবারকে কল করে টাকা চাইছে প্রতারক চক্র।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭) গত ১৪ নভেম্বর সকাল ৯ টায় কলেজের কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করে। 

নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মোঃ মোস্তাকিন মিয়া বলেন, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর আর আসেনি। সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নেই। পরে মৌলভীবাজার মডেল থানায় জিডি করেছি। আমরা খুব টেনশনে দিনযাপন করছি। 

দুইদিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আকতার (১৮) নামে আরো এক তরুণী নিখোঁজ হয়। সে রাজনগর মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রী কলেজ একাদশ শ্রেণির ছাত্রী।

নিখোঁজ শাহানা আকতারের চাচা রিপন বলেন, ১৬ নভেম্বর সকালে কলেজ  যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মা বাবা খুবই কস্টে আছেন। মেয়ের শোকে মানবেতন জীবন যাপন করছেন।

এবিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, এবিষয়ে আমরা কাজ করছি। আশাকরি তাদের সন্ধান পাওয়া যাবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি