শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

মাঠে ঢুকে ফিলিস্তিনের মুক্তি চাইলেন দর্শক

  • প্রকাশের সময় : ১৯/১১/২০২৩ ০৬:০৮:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
57

বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রোববার বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। টস হেরে ওই ম্যাচ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের শুরুতেই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

তার টি-শার্টের পেছনে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন। এছাড়া হাতে ছোট একটি ফিলিস্তিনের পতাকা ছিল। মুখে পরা ছিল মাস্ক। তিনি মাঠে ঢুকে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। এছাড়া টি-শার্টের লেখার প্রতি নির্দেশ করেন।

নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে এলে দৌড়ও শুরু করেন। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা তাকে ধরে মাঠ থেকে বের করে নিয়ে যান। ততক্ষণ ম্যাচ বন্ধ ছিল। তার পরিচয় সংবাদ মাধ্যম জানায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম মনে করছে, তিনি প্যালেস্টাইনের লোক নন। দেশটির স্বাধীনতার পক্ষের ব্যক্তি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি