রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : ১৯/১১/২০২৩ ০৫:৫২:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
53

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক সোয়া ১২ টায় উপজেলার আজমিরীগঞ্জ বাজারে চর বাজার শুটকি মহাল সংলগ্ন সরকারি রাস্তার পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ স্থাপনার সরঞ্জাম জব্দ করা হয়। 

সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চর বাজার রাস্তা সংলগ্ন ঢাল কতিপয় ব্যক্তি কর্তৃক অবৈধ দখলে নেয়ার জন্য স্থাপনা তৈরির কার্যক্রম পরিচালনা করে। অপরাধের সাথে জড়িত ব্যক্তিগণ মোবাইল কোর্টের খবর পেয়ে পালিয়ে যান।

এসময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি