
লন্ডনে সংবর্ধিত ইতালি আওয়ামী লীগের তিন নেতা

যুক্তরাজ্য প্রতিনিধি:
প্রকাশ ২০২৩-১১-১৯ ১২:২৫:৪৮

ইতালি আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে বাবুল মোড়ল ও আব্দুস সাত্তার মাতবরকে সহ-সভাপতি এবং নুরুল আমিন হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ইতালি আওয়ামী লীগের তিন নেতাকে গৌরব-৭১ লন্ডন মহানগর শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। গৌরব-৭১ এর লন্ডন মহানগরের সভাপতি ফকির আল মামুনের সভাপতিত্বে ও মাহিন মজুমদার এবং মজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরব-৭১ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়েজ খান তৌহিদ ও যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন॥
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদ শাহ ইমরান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদ,
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ইউকের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সাঈদ, কমিনিউটি নেতা মাহাবুব উল্লাহ রিসকু, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিনাসির উদ্দিন মাতবর, বঙ্গবন্ধু পরিষদ মিলানের প্রতিষ্টাতা সভাপতি শাহ আলম,গৌরব ৭১ লন্ডন মহানগরের সহ-সভাপতি আব্দুস সালাম খান, অল ইউরোপিয়ান বাংলাদেশের এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক বিএম শফিক। বক্তব্য রাখেন লায়লা রহমান, সালম খান, মুজিবুর রহমান, মাহিন মজুমদার, জালাল উদ্দিন ইফাদ ফরাজী, ব্যারিষ্টার ওয়াজ রহমান প্রমুখ।
সিলেট প্রতিদিন/ ইকে

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য