বৃহস্পতিবার, নভেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

অস্ট্রেলিয়ার ছয় না ভারতের তিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ ২০২৩-১১-১৯ ১২:১৫:০১
KKee&000000000

IT Factory Ad

দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষা। ছয় সপ্তাহের উত্তেজনা। সবকিছুর অবসান হবে আজ। শেষ হবে বিশ্বকাপ ক্রিকেট। অবসান হবে অনেক বিতর্কের। সেই লড়াইয়ে আজ মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়া সর্বাধিকবারের বিশ্ব চ্যাম্পিয়ন। পাঁচবার বিশ্বকাপের শিরোপা জয় করেছে তারা। অন্যদিকে ভারতের বিশ্বকাপ ট্রফির সংখ্যা দুই। দারুণ পারফরম করে ভারত তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায়। পারফরম্যান্সের বিচারে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার কোনো যুক্তি নেই।

ভারত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। গ্রুপ পর্বের ৯ ম্যাচের পর সেমিফাইনালও জিতেছে। অস্ট্রেলিয়া অবশ্য অপরাজিত থাকার সুযোগটা প্রথম ম্যাচেই হারিয়েছিল। এই ভারতের কাছেই হেরেছিল তারা। পরের ম্যাচেও এই হারের ধাক্কা সামলে উঠতে পারেনি দলটি। তবে দ্বিতীয় ম্যাচের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তৃতীয় ম্যাচে সেই যে জয়ের দেখা পেয়েছিল তারপর জয়ের ট্রাকেই রয়েছে অজিরা। একের পর এক সাত ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। এখানে শেষ নয়, গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে যে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল সেমিফাইনালে সেই প্রোটিয়াদের হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। নিয়েছে প্রতিশোধ।

এখন অস্ট্রেলিয়ার আর একটা প্রতিশোধ বাকি। আজকের ফাইনালের প্রতিপক্ষ ভারতের কাছে হেরে শুরু হয়েছিল তাদের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন। ফলে প্রোটিয়াদের হারিয়ে যেমন তাদের দেনা পাওনা মিটিয়ে দিয়েছে আজও একই লক্ষ্য অস্ট্রেলিয়ার। এই প্রতিশোধ মিশনের সফলতা ও ব্যর্থতার ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার শিরোপা সংখ্যা বেড়ে ছয় হবে, না ভারতের তিন হবে।

আজ আহমেদাবাদের যে পিচে খেলা হবে বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে এ পিচটি ব্যবহার করা হয়েছিল। এ পিচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল স্বাগতিক ভারত। তবে লো স্কোরিং ম্যাচ হতে পারে এমন চিন্তা-ভাবনা মাথায় না রাখা ভালো।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগেই জানিয়েছেন, পিচ নিয়ে তার দলের কোনো অতিরিক্ত ভাবনা নেই। বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই, তবে শিশির সমস্যা থাকতে হারে। শিশির নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। কেননা শিশির যেন মাঠে তেমন কোনো প্রভাব না ফেলতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুর্নামেন্টজুড়ে ভারতের ব্যাটার ও বোলাররা দারুণ আধিপত্য বিস্তার করে চলেছে। সে সঙ্গে ধারাবাহিকতাও। ভারতের ব্যাটারদের সঙ্গে প্রতিপক্ষ বোলাররা রীতিমতো নাকাল হচ্ছে। দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি ৭১১ রান নিয়ে সবচেয়ে বেশি রানের তালিকার শীর্ষে। সেখানে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে রান করা ডেভিড ওয়ার্নারের রান ৫২৮।

ব্যাটারদের মতো ভারতীয় বোলাররাও আধিপত্য করছে। ২৩ উইকেট নিয়ে মোহাম্মদ শামি সবার ওপরে। এ তালিকায় অবশ্য অজি বোলার অ্যাডাম জাম্পা সহজে ছাড় দিচ্ছেন না। ২২ উইকেট নিয়ে শামির পরেই তিনি। সতীর্থদের কাছে শামি যতটা সহযোগিতা পাচ্ছেন জাম্পা অতটা পাচ্ছেন না। তবে ক্রিকেট হচ্ছে নির্ধারিত দিনের খেলা। নির্ধারিত দিনে যারা ভালো করবে সাফল্যের হাসি তারাই হাসবে। যেমনটা আফগানিস্তানের বিপক্ষে হেসেছিল গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট। ৯১ রানে ৭ উইকেট পতনের পরও ২৯২ রানের লক্ষ্যমাত্রায় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এটা সম্ভব হয়েছিল ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটা মিল রয়েছে। উভয় দলের এমন ছয়জন খেলোয়াড় রয়েছেন যাদের এটা দ্বিতীয় ফাইনাল। এ ছয় ক্রিকেটারের পাঁচজন অস্ট্রেলিয়ার, একজন ভারতের। অস্ট্রেলিয়ার পাঁচজন হলেন ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টার্ক ও হ্যাজলউড। ভারতের একমাত্র খেলোয়াড় হচ্ছেন বিরাট কোহলি। ছয় খেলোয়াড়ই তাদের প্রথম ফাইনাল ম্যাচে শিরোপা জয় করেছিল। কিন্তু আজ আর সে উপায় নেই। একপক্ষকে ঠিকই হারের স্বাদ নিতে হবে।

আজকের ম্যাচে কোনো দলে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। উভয় দলই তাদের সেমিফাইনালে খেলা দলটাকে অপরিবর্তিত রাখছে। অস্ট্রেলিয়া অবশ্য মার্নাস লাবুশেনকে বাইরে রেখে মার্কাস স্টয়নিসকে দলে আনতে চেয়েছিল। তবে ভারতের বোলিং ডিপার্টমেন্টের কথা মাথায় রেখে সে চিন্তা থেকে তারা সরে এসেছে। অর্থাৎ মার্নাস লাবুশেনই থাকছেন দলে।

সিলেট প্রতিদিন/ ইকে

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

৭ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ল গাজায়


মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড


মুমিনুলের দুই উইকেটে অবশেষে অলআউট...


মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না রুয়েলের


দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ


সিলেট মহানগর ছাত্রদলের সেক্রেটারি গ্রে ফ তা র


এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র ২য়...


সিলেটের ৬ আসনে ৫৫টি মনোনয়ন ফরম বিক্রি


সিলেট বিভাগে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর...


দ্বিতীয় বিয়ে করবেন না অপু বিশ্বাস


সিলেটে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড


নৌকার মাঝি হয়ে জেলা পরিষদ থেকে পদত্যাগ


নৌকার মাঝি রনজিতকে ঘিরে নেতা-কর্মীদের...


সিলেটে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড


এম এ মান্নানকে ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস


উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে দ্বিতীয় দিনটা...


মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসায় পছন্দের...


মনোনয়নপত্র জমা দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ...


আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহবুব আলী


হবিগঞ্জের ৪ আসনে ১৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ


নৌকায় উচ্ছাসিত ওসমানীনগর আওয়ামী লীগ


সেলফি তুলতে সিলেটের মাঠে শিশু


মসজিদের করা সকলের দায়িত্ব: মেয়র...


সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক...


‘মেরে খাওয়ার জন্য আসিনি’


স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি মজিদ খান ও মিলাদ...


হামাসের সবচেয়ে বড় ভয় শান্তিপূর্ণ সহাবস্থানে :...


মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন: সিলেটে ড....


উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন...


ড. মোমেনকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উষ্ণ...


নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত উপাধ্যক্ষ...


অপপ্রচার সৃষ্টিকারীরা সকল কিছুতে ব্যর্থ -...


জকিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার...


হবিগঞ্জ-২ : স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন...


শাবিতে গ্রন্থাগারের সম্পদ ব্যবহার ও সুবিধা...


বিজ্ঞাপন স্থান