
শাবিপ্রবির ছাত্রীহলে নবীনবরণ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ ২০২৩-১১-১৭ ১০:৪৩:৪২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের অধীনস্ত সামাদ হাউসে নবীনবরণ হয়েছে।
শুক্রবার(১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে সিলেট নগরীর মদিনামার্কেটস্থ সামাদ হাউস-১ ও সামাদ-২ তে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে হলের বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা প্রদান করেন প্রভোস্ট জোবেদা কনক খান। এরপর নীতিমালার খসরা কপি ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়। একই সঙ্গে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লুগো সম্বলিত মাস্ক ও খাবার বিতরণ করা হয়।
একই স্থানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রীদের পাশাপাশি ২০২১-২২ এর ছাত্রীদের মাঝেও খাবার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট ড. ফাহমিদা আক্তার ও তাসমিনা তানিয়া চৌধুরী প্রমুখ।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য