
দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা নীলা চৌধুরী

প্রতিদিন ডেস্ক
প্রকাশ ২০২৩-১১-১২ ০২:৫৬:৪১

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এতে তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।
তিনি বলেন, ‘জননীর বাম হাত ভেঙেছে। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে’।
নকীব জানান, ‘রোববার (১২ নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য