
সোমবার সিলেটে আসছেন ওবায়দুল কাদের

বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-১১-০৫ ০৭:২৫:১৩

সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারষ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সোমবার(৬নভেম্বর) সকাল ১০টায় সিলেটের বালাগঞ্জে আসবেন। সেখানে বড়ভাগা নদীর উপর ১২৮ কোটি টাকা ব্যয়ে দুটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন তিনি।
ভিত্তিপ্রস্তরস্থাপণ শেষে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি।প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও উপস্থিত থাকবেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, সিলেটের জেলা প্রশাসক রাসেল আহমদ, সিলেট পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনহার মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.ফজলে রাব্বী।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য