
রাখালগঞ্জে চুরির ঘটনায় তিন যুবক কারাগারে

প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ ২০২৩-১১-০৫ ০৬:১৬:০৭

সিলেটের দক্ষিণ সুরমার দাউদ ইউনিয়নের রাখালগঞ্জ বাজােরে দোকানে চুরির ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪নভেম্বর) দিবাগত রাতে রাখালগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানার রাখালগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মতিন আলমগীর হোসেন(২০), একই ইউনিয়নের ঝাপা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৫০) ও আলাউদ্দিনের ছেলে আলম (৪৫)।
গ্রেফতারকৃত তিন যুবককে রোববার (৫নভেম্বর) দুপুরে কারাগারে পাঠান আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার এসআই অর্জুন চৌধুরী।
জানা যায়, গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১১টা থেকে ১৮ অক্টোবর ভোর ৬টার মধ্যে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারস্থ মনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানে চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় পরবর্তীতে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন দোকানের স্বত্বাধিকারী দৌলতপুর গ্রামের মনোয়ার হোসেন (৪৩)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (৪নভেম্বর) রাতে দিবাগত রাতে তিনজনকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।
রোববার এ ঘটনায় মামলা দায়ের করেন দোকানের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন।মামলা নং-০৪।
মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখ কবে বাদী মনোয়ার হোসেন বলেন, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে রাখালগঞ্জ বাজারস্থ মনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানে চুরির ঘটনা ঘটে।প্রতিদিনের ন্যায় ১৭ তারিখ রাত ১১টায় ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়ীতে চলে যাই। পরদিন ১৮ অক্টোবর ভোর ৬টায় দোকানে গিয়ে দেখি দোকান ঘরের সার্টারটি অর্ধ খোলা এবং সার্টারের তালা নেই। দোকানের ভেতরে থাকা ৫টি ষ্টিলের সিট ছিলো। কিন্তু তা সেখানে তা নেই। সিটের বাজার মূল্য ১৫ হাজার টাকা। ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায় জানতে পারি ১ ও ২নং উল্লেখিত ১নং আসামি সঙ্গোপনে রাতের বেলায় আমার দোকান ঘরে প্রবেশ ৫টি ষ্টীলের সিট চুরি করে পূর্ব ঝাপা আলম মিয়ার ভাঙ্গারী দোকানে বিক্রি করে। সেখানে ৫টি সিটের মধ্যে ১টি সিট দেখি। পরে আলম মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে ১ ও ২নং আসামি তার দোকানে এনে বিক্রি করে।
পুলিশ এ ঘটনাকে তদন্ত করে সত্যতা পাওয়ার ফলে শনিবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বলে জানান মামলার বাদি মনোয়ার হোসেন।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, চুরির ঘটনার সাথে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য