
জৈন্তাপুরে মেধা অন্বেষণ পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ ২০২৩-১০-৩১ ০৮:৫১:৩৮

জৈন্তাপুর উপজেলায় মেধা অন্বেষণ পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১শে অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সারিঘাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর অর্থায়নে ও সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়রের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও খায়রুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, ৫ নং আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ মান্নান, সাংবাদিক সোহেল আহমেদ, মো মুহিবুর রহমান।
এছাড়াও সারী ইলেভেন ব্রাদার আল আমিন, ফাহিম আনাম আদিল, মুমিন আহমেদ নাদেল, সাদিক আহমদ, সাব্বির আহমেদ, মসিন আহমেদ, ফারহান নাবিল, সবুজ আহমদ, শাকির আহমদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির প্রাইজমানি প্রদান করা হয়।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য