সিলেট সিটি কর্পোরেশনের প্রথম সফল মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে জনতার মাঝে স্মৃতি রক্ষার্থে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মাটিতে বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত মেহেদি কাবুলকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, এবং জাবেদ আহমদকে কোষাধ্যক্ষ করে নিউয়র্কে এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে।
এদিকে, কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘে প্রধান মন্ত্রীর সফর সংঙ্গী সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ মকলু মিয়।
এসময় বক্তারা বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের নামে বিদেশের মাটিতে একটি স্মৃতি পরিষদ গঠন সত্যি প্রশংসার দাবী রাখে। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। জনগণকে ভালবাসতেন, তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানতেন। সবচেয়ে বেশি জানতেন সিলেটের স্বার্থ ও অধিকার রক্ষা করা। তিনি ছিলেন একজন আপাদমস্তক সৃজনশীল রাজনীতিক। মৃত্যুর পরও তিনি মহীয়ান। জীবদ্দশায় তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।
পুর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জাবেদ সিরাজ, জামাল আহমদ, মো.রেজাউল হক রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দাস টিটু, দপ্তর সম্পাদক শাহিনুল ইসলাম, প্রচার সম্পাদক রিটন সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকের রহমান, সম্মানিত সদস্য মাহমুদুর রহমান, ওমর এফ সামি (বোস্টন), আব্দুল গাফ্ফার শাহীন (নিউজার্সি ), ফরহাদ আহমদ গুলজার (মিশিগান), আলিম উদ্দিন (প্যানসেলভেনিয়া), আব্দুস সামাদ (ক্যালফোর্নিয়া), আবুল হোসেন (নিউয়র্ক), মো: আসিফ রহমান অনিক (ওয়াশিংটন), আবুল কালাম আজাদ (নিউয়র্ক), শাহিনুল আলম পাপলু।