রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

অপশক্তিকে প্রতিরোধ করতে রাজপথে সিলেট জেলা ছাত্রলীগ’

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০২:৫৫:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
163

সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি সেই ২০১৪-১৫ সালের মতো নৈরাজ্য সৃষ্টি করলে সিলেটসহ দেশের জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে সিলেট নগরীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে একমিছিল পূর্ববূতী বক্তব্যে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা বলেন, ‘বিএনপি ২০২২ সালের নভেম্বরে ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশ থেকে শেখ হাসিনার পতন ঘটাবেন। সেইদিন পল্টনে সমাবেশ করতে ব্যর্থ হয়ে গোলাপবাগ মাঠে সমাবেশ করে রাজনৈতিকভাবে তাদের পতন হয়েছে।’

যারা নিজেরা নিজেদের রাজনৈতিক পতন ঠেকাতে  পারেনা, তারা আবার আসে সরকার পতন করতে।তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না।বক্তারা বলেন,বিএনপি- জামায়াত চক্র যে কোন ধরনের নাশকতা করলে এদেশে আপামর জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।

মিছিলটি নগরীর ইলেট্রনিক সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এদিকে মিছিল চলাকালে হঠাৎ সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও মিছিলে অংশগ্রহন করে ছাত্রলীগ নেতৃবৃন্দকে উৎসাহ যোগান।

মিছিলটিতে সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি