বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী, গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউিনয়েনর চন্দরপুর নিবাসী কবি দেলোয়ার মোহাম্মদ আর নেই। বুধবার সকালে তিনি ইতালিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৪২ বছর।
তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার পিতার নাম ডা আয়াজ আলী (মরহুম)। তিনি কলেজ জীবন থেকে লেখলেখির সঙ্গে জড়িত ছিলেন। তার কয়েকটি কবিতার বইও বেরিয়েছে।
তিনি ইতালির নাপোলিতে থাকতেন এবং সেখানকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
দেলোয়ার ইতালির বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জোসেপ্পু ভিসুভিয়ানুর সভাপতি ও জালালাবাদ অ্যাসেসিয়েশনের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
দেলোয়ার মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার আত্মীয় ব্যবসায়ী মকবুল হোসেন।
এদিকে, কবি ও সংগঠক দেলোয়ার মোহাম্মদের মৃত্যুতে সিলেটের সাহিত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।