
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, আটক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৯-২৭ ১২:১৪:২৭

কোম্পানীগঞ্জে ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি ও ১১৪ পিস লেহেঙ্গাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- কাঁঠালবাড়ি গ্রামের মজিবুর রহমানের পুত্র রিয়াজ মিয়া ও ইব্রাহিম মিয়ার পুত্র ইসমাইল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম ও সুরঞ্জিত তালুকদার কাঁঠালবাড়ি গ্রামের রিয়াজ ও ইসমাইলের বাড়িতে অভিযান চালান। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি ও ১১৪ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালানটি বাংলাদেশে নিয়ে আসা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য