
জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৯-২৬ ১১:৪৭:৪৯

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হওয়ার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
নির্বাচনে মো. আবুল হোসেন খাঁন (তালা) ৫৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল সেলিম (আনারস) পেয়েছেন ৫১৯ ভোট। সদস্য পদে হুমায়ুন রশিদ রিফাত (দোয়াতকলম) ৪৪৮:ভোট, শিহাব আহমদ তেরা (কলস) ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭ জন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মে. আব্দুস ছাত্তার। তিনি বলেন নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৭৫ জন। ভোট প্রয়োগ হয়েছে ১০৮২। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য