রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৩ ০৮:১৩:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, কোরআন ও সুন্নাহর অনুসরণ ইহকালীন এবং পরকালীন মুক্তি ও চির শান্তি লাভের পথ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলে পাক (সা:) কে বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেন। রাসূলে পাক (সা:) আল্লাহ পাকের নির্দেশানুযায়ী ইসলামের বাণী প্রচার করেছেন, দেখিয়েছেন আমাদের মুক্তির ও শান্তির পথ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উপজেলা ভিত্তিক মডেল মসজিদ নির্মাণ, ধর্মীয় শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপদান, ইমাম মুয়াজ্জিন সাহেবগনের বিশেষ সম্মানী প্রদানসহ ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। আমার বাবা সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন, সিটি কর্পোরেশন জামে মসজিদ নির্মাণ, রামাদ্বান মাস ব্যাপী মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে সাধ্যমত চেষ্টা করেছেন।

তিনি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরীর রায়নগর দর্জিপাড়া শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাতুন্নবি (সা:) মাহফিলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন এবং সিলেট ফাউন্ডেশন সিলেট মহানগর এর সভাপতি মাওলানা হোসাইন আহমদের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মুখতার আহমদ। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মুফতি ফয়জুল হক জালালাবাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালিম আহমদ কাসেমী, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা নোমান আহমদ সালেহ, সাবেক শিক্ষা সচিব মাওলানা শামীম আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা হেলাল আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি