সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় মসজিদের কমিটি গঠন ও মসজিদ ওয়াকফ করার দাবীতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৩ ০৭:২১:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
52

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মুদিপুর জামে মসজিদটি ২২ বৎসর পুর্বে প্রতিষ্টা হলেও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে কমিটি গঠন না হওয়ায় মুসল্লিদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমনকি মসজিদের সকল জায়গা ওয়াকফ না করে দেওয়ায় মুসল্লিদের মধ্যে অসন্তোস বিরাজ করছে। মসজিদের আয় ব্যয়ের স্বচ্ছতা এবং সকলের মতামতের ভিত্তিতে একটি কমিটি গঠনের দাবীতে পঞ্চায়েতের ৬৭ জন মুসল্লি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। 

স্বারকলিপি সুত্রে জানা গেছে, ২০০১ খ্রিষ্টাব্দে বিভিন্ন প্রবাসী পরিবারের সদস্য মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিদ ও আনিছুর রহমান জুবের গংরা মিলে মুদিপুর জামে মসজিদ প্রতিষ্টা করেন। ধীরে ধীরে মসজিদটি পাকাকরণ করা হয়। মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, আনিছুর রহমান জুবের মসজিদ পরিচালনায় থাকলেও তিনি মসজিদের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে পঞ্চায়েতের অন্য মুসল্লিদের নিকট কোন কিছু বলতে নারাজ।

অভিযোগকারী আমিন আলী, বাবুল মিয়া, মদরিছ আলীসহ এলাকার ৬৭ জন ব্যক্তি মসজিদ ওয়াকফকরণ এবং কমিটি গঠনের দাবী জানিয়ে একটি স্মারকলিপি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেছেন। যার অনুলিপি দিয়েছেন ইসলামীক ফাউন্ডেশনের পরিচালক, কুলাউড়া, চেয়ারম্যান পৃথিমপাশা এবং ভাইস চেয়ারম্যান কুলাউড়া বরাবরে। 

এব্যাপারে মসজিদের প্রধান দাতা ও মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিদ বলেন, মসজিদে শুনেছি ১০ শতক জায়গা রয়েছে। এর মধ্যে ৩ শতক ওয়াকফ করে দেওয়া হযেছে। বাকি জায়গা ওয়াকফ করে দিমু দিচ্ছি করছেন কর্তৃপক্ষ। আমি ও আমার পরিবার মসজিদে দান করি হিসাবে আমাকে বলা হয়েছে আমি সেক্রেটারী। সকলের মতামতের ভিত্তিতে কমিটি হলে বিতর্ক থাকতো না। 

এব্যাপারে মসজিদ পরিচালনার দায়িত্বে  আনিছুর রহমান জুবের এর সাথে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন থাকায় বক্তব্য জানা যায়নি। 

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খন্দকার জানান, এলাকাবাসীর অভিযোগ বিষয়ে খোজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি