রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাক গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৩ ০৫:১৩:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়ায় স্কুলছাত্রী রাজনা হত্যা জড়িত সন্দেহে পাথারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো: রাজ্জাক মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। তিনি পাথারিয়া গ্রামের সুজাত মিয়ার পুত্র।

সোমবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এরআগে রাজনা হত্যার পরপরই হত্যার সাথে জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাককে আটক করেছিল শান্তিগঞ্জ থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। 

পুলিশ সুত্রে জানা যায়, রাজনা হত্যার জড়িত থাকায় চাচাতো ভাই সালমান ও তার মা খইরুনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সোমবার রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাক মিয়াকে গ্রেফতার করা হয়৷ এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। 

উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদারবাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে রাজনা বেগম (১৬) নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ৷

এ ব্যাপারে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাককে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে৷


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি