
একদফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিলেটের সংস্কৃতিকর্মীরা

প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ ২০২৩-০৯-২৬ ০৪:৪০:০৯

সিলেট নগরীর সারদা হলে মহড়ারত সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আনার দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করেছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি একই দাবীতে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করেন তারা। এরপর সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ইমরুল হাসান।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, দাবী একটায় সংস্কৃতিকর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের পরিচয় খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নজরুল সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রদাস ভট্টাচার্য, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, সাবেক সভাপতি নিরঞ্জন দে যাদু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন নীলাঞ্জন দাশ টুকু, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, নাট্য সংগঠক বেলাল আহমদ, হুমায়ুন কবির জুয়েল, নাজমা পারভীন, এখলাছ আহমদ তন্ময় প্রমুখ।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটের সারদা হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনাটি ঘটে। সংস্কৃতিকর্মীদের অভিযোগ, ওই দিন বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতা-কর্মী সারদা হলে ঢুকে নারী সংস্কৃতিকর্মীসহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে বাধা দিলে কয়েকজন নেতা-কর্মী দলবদ্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন।
এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত মহানগরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।
মামলায় সিসি ফুটেজ দেখে সোমবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য