
বিয়ানীবাজারে প্রকাশ্যে ধুমপানে উৎসাহিত করছে সিগারেট কোম্পানি!

মহসিন রনি, বিয়ানীবাজার
প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৮:১০:৪২

মহসিন রনি, বিয়ানীবাজার: বাংলাদেশের আইন অনুযায়ী যেখানে প্রকাশ্যে ধুমপান করায় নিষেধাজ্ঞা রয়েছে সেখানে কথিত সিগারেট কোম্পানিগুলো তাদের প্রচারের জন্য বিনামূল্যে সিগারেট বিতরণ করছে সেই সাথে কোম্পানির বেধে দেয়া নিয়ম অনুযায়ী সেই সিগারেট খাওয়ানোর মুহুর্তটুকু ক্যামেরাবন্ধি করে রাখছে। বিয়ানীবাজার পৌর শহরে বিগত কয়েক সপ্তাহে এটি এখন পরিচিত চিত্র। বিভিন্ন সিগারেট কোম্পানির প্রচারের অজুহাতে দিনমজুর থেকে শুরু করে তরুণ সমাজে সিগারেট খেতে উৎসাহ প্রদান করছে এ সকল কোম্পানি। যেটা অপরাধ হিসেবে বিবেচনা করছেন সচেতন মহলের নাগরিকরা।
জানা যায়, ধুমপান বন্ধে ২০০৫ সালে প্রণিত আইন অনুযায়ী, প্রকাশ্যে ধুমপানের জরিমানা ধরা হয়েছিল ৫০ টাকা। কিন্তু পরে ২০১৩ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনী এনে জনসমাগমস্থলে ধুমপানের শাস্তির অর্থ ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়।
সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরের উপজেলা পয়েন্ট সহ বিভিন্ন মোর ঘুরে দেখা যায়, কোম্পানির কার্যক্রমের অংশ হিসেবে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে প্রকাশ্যে ধুমপানে সাধারণ মানুষদের উৎসাহিত করা হচ্ছে। প্রতিবেদকের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রয় প্রতিনিধি বলেন, কোম্পানির নির্দেশে আমরা ফ্রি তে এমন সিগারেট খাওয়াচ্ছি যা ক্যামেরাবন্ধি করে অফিসের বসের কাছে প্রেরণ করতে হয়।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রায় সময় তাদের দেখি প্রকাশ্যে ধুমপান করার জন্য মানুষকে উৎসাহিত করা সহ ফ্রিতে সিগারেট খাওয়াচ্ছে যেটা অপরাধ। তরুণ সমাজের মধ্যে এরকম একটি ম্যাসেজ চড়াচ্ছে তারা যেটা নেতিবাচক প্রভাব ফেলবে, বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি আগে জানতাম না আপনার কাছ থেকে এই প্রথম জানলাম। প্রকাশ্যে ধুমপানে উৎসাহিত করা একটি অপরাধ আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই কিংবা আমাদের চোখে এ ধরনের অপরাধ ভেসে উঠলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। এ বিষয় নিয়ে আমি পরিষদের সভায় আলোচনা করবো।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য