
সিলেটে চন্দ্রঘোনা ফোরাম’র কমিটি গঠন

প্রতিদিন ডেস্ক
প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৮:০১:২৪

চন্দ্রঘোনা ফোরাম, সিলেট আঞ্চলিক শাখা কমিটি গঠন উপলক্ষে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সোমবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেটে বসবাসরত চন্দ্রঘোনিয়ানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রঘোনা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাকসুদুল রুমি, চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুকবুল আহমদ, চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য কানাডা প্রবাসী জামিল-বিন-খলিল, চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মাহফুজুর রহমান মাইকেল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে চন্দ্রঘোনার কৃতিসন্তান সদ্যপ্রয়াত ডাক্তার শাকির-বিন-খলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
চন্দ্রঘোনা ফোরাম সিলেটের আঞ্চলিক কমিটিতে উপদেষ্টা পদে সুজ্ঞান চাকমা (বিশেষ পুলিশ সুপার, সিআইডি),বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হেসেন, বিশিষ্ট ব্যবসায়ী কয়েস আহমেদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া সভাপতি পদে সালমা পারভীন, সহ সভাপতি পদে এডভোকেট সৈয়দ নূরে আলম মিল্টন এবং সুবোধ মিত্র চাকমা, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহেদ ইকবাল ডালিম, সহঃ সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম (দিপু), কোষাধ্যক্ষ পদে পুলিশ ইন্সপেক্টর আকবর হোসেন, সহঃ কোষাধ্যক্ষ ফয়সল আহমদ বাবলুর নাম ঘোষণা করা হয়।
নাম ঘোষণা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের স্বনামধন্য কন্ঠশিল্পীগণ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সদস্যরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহনে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য