রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

দিনের ভোট আর রাতে হবে না : কলিম উদ্দিন মিলন

  • প্রকাশের সময় : ১৯/০৯/২০২৩ ০৪:৩৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

বিএনপি"র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,সরকার ষড়যন্ত্র করে আর ক্ষমতায় থাকতে পারবেনা। এসব ভাওতাবাজির দিন শেষ হয়ে গেছে। সংসদ নির্বাচন তত্তাবধায়ক সরকারের অধিনেই হবে। দিনের ভোট যারা রাতে দিয়ে আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে তাদের এ আশা আর কখনো পুরণ হবেনা।

তিনি বলেন, দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে নিশি রাতের সরকার দেশ জুড়ে নৈরাজ্যের সৃষ্টি করে শুধু লুটপাট আর লুটপাট চালাচ্ছে। দেশটাকে একটি নরকপুরীতে পরিণত করেছে বিনা ভোটের এ সরকার।চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, ডিম, মাছ-মাংস সহ নিত্য-পণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আবুল-তাবুল বকে যাচ্ছে সরকারে থাকা সিন্ডিকেট। দেশের নিন্ম আয়ের মানুষের আজ পেটে ভাত নেই। অন্যায়ের বিচারও নেই দেশে। এ দেশের মানুষ এখন যাবে কোথায়। দেশের মানুষ ফ্যাসিস্ট এ আওয়ামী সরকারের পদত্যাগ চায়।

নির্দলীয় তত্ত্বাবদায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির সিলেট বিভাগীয় রোড় মার্চ সফলের লক্ষে মঙ্গলবার দলীয় কার্যালয়ে ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, উপজেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, আবুল মিয়া, তাজুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুলেমান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই লিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।

সভায় বিএনপি নেতা দিদার আলম মেম্বার, দিল হোসেন মেম্বার,বাবুল মিয়া মেম্বার, হেলাল উদ্দিন, ইব্রাহিম আলী, যুবদলের জয়নাল আবেদিন রফিক, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, কুতুব উদ্দিন, আব্দুল মুনিম মামনুন, বাহা উদ্দিন শাহী, মুহিবুর রহমান,সাজ্জাদ মনির, বদরুল আলম, মজলু মিয়া, কুতুব আহমদ, লালুশাহ, গোলাম রব্বানী, সালেহ আহমদ, ছাত্রদলের মাহবুব আহমদ, এমদাদুর রহমান ইমন, সাহেদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি