
শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি ও কোর্স রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করেছে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৩:৫৭:০৯

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সেমিস্টার ভর্তি সময়সীমা আগামী ২৮ সেপ্টেম্বর এবং কোর্স রেজিস্ট্রেশন আগামী ০৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিম্নে বর্ণিত শিক্ষাবর্ষ ও সেমিস্টার সমূহের স্নাতক/স্নাতকোত্তর পরীক্ষার অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন ও epayment এর মাধ্যমে ক্রেডিট ফি জমাদানের সময়সীমা আগামী ০৫ অক্টোবর ২০১৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এর মধ্যে- স্নাতক:
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২২ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২২।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২২ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২২।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় রিপিট (১০ম) সেমিস্টার পরীক্ষা-২০২২।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় রিপিট (১২তম) সেমিস্টার পরীক্ষা -২০২২।
আর্কিটেকচার বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৫ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২২ আর্কিটেকচার বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৫ম বর্ষ ২য় রিপিট (১২তম) সেমিস্টার পরীক্ষা -২০২২।
স্নাতকোত্তর:
২০১১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টার রিপিট (২য়)-২০২২।
২০২২-২০১৩ শিক্ষাবর্ষের MIT ২য় সেমিস্টার পরীক্ষা-২০২৩ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের MIT ৩য় সেমিস্টার রিপিট (৪র্থ)-২০২৩।
সিইই বিভাগ এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২৩ সিইপি বিভাগ এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৩।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একডেমিক কাউন্সিল এর ১৭১.২৭ নং সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে ২০১৮-২০১৯ এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১০০/৩০০ এবং ২০০/৪০০ লেভেলের বিষয়টি নিম্নোক্ত শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছে। ‘শিক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১০০০/-(এক হাজার টাকা) ব্যবহারিক প্রতি ক্রেডিট ১৫০০/-(এক হাজার পাঁচশত টাকা। করে প্রদান করতে হবে। উক্ত ফি বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের এস.টি.ডি-৬ হিসাব নম্বরে জমা করে বিভাগীয় প্রধানের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্র কোর্স উল্লেখ পূর্বক আবেদনপত্রের সাথে ব্যাংক রশিদ সংযুক্ত করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা করতে হবে।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য