শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জে জীবিত চেয়ারম্যানকে ‘মৃত’ বানিয়ে ফেসবুকে পোস্ট

  • প্রকাশের সময় : ১৯/০৯/২০২৩ ০১:২৩:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
32

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে একটি পোস্ট করে এ গুজব ছড়ানো হয়েছে।

সোমবার বিকেলে ‘আলেহা বেগম’ নামে একটি আইডি থেকে পোস্টটি শেয়ার করা হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে। এতে ঘনিষ্ঠজনদের লাগাতার ফোনকলে বিব্রত হন চেয়ারম্যান।

আলেহা বেগম মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। ওই পোস্টে লেখা হয়, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। একটি শোক সংবাদ। ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন। জানাজার নামাজের সময় পরে জানানো হবে। তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।’

অভিযুক্ত আলেহা বেগম বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ছিল। কয়েক বছর আগে স্মার্টফোনটি পানিতে পড়ে যাওয়ায় ফেসবুক ব্যবহার করা হয় না। কে বা কারা আমার নাম ব্যবহার করে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে পোস্ট করেছে জানি না। এ ব্যাপারে থানায় জিডি করব।’

চেয়ারম্যান মোজাম্মেল বলেন, ‘কে বা কারা এমনটি করেছে জানি না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি