বুধবার, সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ অপরাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

বিশ্বনাথে চেয়ারম্যান নুনুর বিরুদ্ধে আরও দুই মামলা

প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ ২০২৩-০৯-১৯ ১২:১৬:০৭
nunu mamla

IT Factory Ad

সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও তার পিএস দবির মিয়ার বিরুদ্ধে একদিনে আরও দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সরকারি বরাদ্দের নামে এক দরিদ্র রঙ মিস্ত্রি এবং এক দিন মজুরের নিকট থেকে পৃথকভাবে ৪০ হাজার টাকা নিয়ে বরাদ্দ ও টাকা কোনটাই না দেওয়ায় আদালতে মামলা করেছেন দুই ভূক্তভোগী।

ওই দুই মামলাসহ মোট ৮টি মামলায় অভিযুক্ত হলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া আর ৭টি প্রতারণা মামলায় অভিযুক্ত হলেন তার পিএস দবির মিয়া।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে তারা পৃথক দু’টি প্রতারণার মামলা দায়ের করেন।

তবে, ওইদিন মামলাটির শুনানী হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে। শুনানী শেষে আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিন মামলা দু’টি তদন্ত করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠাতে বিশ্বনাথ থানার তদন্ত ওসিকে দায়িত্ব প্রদান করেছেন।

মামলার বাদী দু’জনের একজন হলেন- দরিদ্র রঙমিস্ত্রি দিলোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার লামাকজি ইউনিয়নের খোজারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার দায়ের করা বিশ্বনাথ সিআর মামলা নং ৩৫৬/২০২৩ইং।

মামলার অপর বাদী হলেন- দিনমজুর সামছুল ইসলাম (৪৪)। তিনি একই ইউনিয়নের সাহেব নগর (খোজারপাড়া) গ্রামের আব্দুল মুকিতের ছেলে। তার দায়ের করা বিশ্বনাথ সিআর মামলা নং ৩৫৭/২০২৩ইং।

পৃথক মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার পিএস দবির মিয়াকে।অভিযুক্ত দবির মিয়া পৌর আওয়ামী লীগের সদস্য ও মিয়াজানেরগাঁও গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

রঙমিস্ত্রি দিলোয়ার হোসেন তার মামলায় অভিযোগ করেছেন, দবির মিয়ার সঙ্গে পরিচয় হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে লামাকাজি বাজারে দীর্ঘ সময় কথা হয় দিলোয়ার হোসেনের। এরপর প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি গভীর নলকূপসহ ওয়াশ ব্লক দেওয়া হবে বলে প্রলোভন দেখান দবির। তবে, বরাদ্দ পেতে হলে ২০হাজার টাকাও দিতে হবে বলে জানান দবির। এসময় রঙমিস্ত্রি দিলোয়ার হোসেন তার ৮বছর বয়সী প্রতিবন্ধী ছেলে ওলিউর রহমানের জন্য একটি ওয়াশ ব্লক চান। এরপর দবিরের কথামতো ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি টাকা আনতে রঙমিস্ত্রির বাড়িতে যান দবির।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সামনে দবিরকে নগদ ২০হাজার টাকা দেন রঙমিস্ত্রি দিলোয়ার হোসেন। টাকা দেওয়ার দীর্ঘদিনেও বরাদ্দ না পাওয়ায় গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদে গিয়ে না পেয়ে বিকেল ৪টায় দবির মিয়ার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান রঙ মিস্ত্রি দিলোয়ার।

এসময় দবির মিয়া তাকে হুমকি দিয়ে বলে তোর টাকা উপজেলা চেয়ারম্যানকে দিয়েদিছি।আর কোনদিন টাকা চাইলে তোকে জ্যান্ত রাখবো না। হুমকির বিষয়টি স্থানীয় বশিরপুর গ্রামের সমর আলীর মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে জানিয়ে টাকা চাইলে নুনু মিয়াও তাকে পাল্টা হুমকি দেন এবং আর কোনদিন টাকা না চাইতে বলেন।

একইভাবে মামলার অপর বাদী দিনমজুর সামছুল ইসলাম তার মামলায় উল্লেখ করেছেন, দবির মিয়ার প্রলোভনে গভীর নলকূপসহ ওয়াশ ব্লকের জন্য তিনিও ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে তার নিজ বাড়িতে সাক্ষীদের উপস্থিতিতে দবির মিয়াকে নগদ ২০ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিনেও টাকা ও বরাদ্দ না পেয়ে গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদে গিয়ে না পেয়ে বিকেলে দবির মিয়ার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান রঙ মিস্ত্রি দিলোয়ার। এসময় দবির মিয়া তাকে হুমকি দিয়ে বলে তোর টাকা উপজেলা চেয়ারম্যানকে দিয়েদিছি। আর কোনদিন টাকা চাইলে তোকে দুনিয়াতে রাখবো না। একইভাবে টাকার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াও।

মামলায় আনিত সকল অভিযোগ মিথ্যা দাবি করে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, এবিষয়ে তার কিছুই জানা নেই। আর তাকে (উপজেলা চেয়ারম্যান) না জানিয়ে দবির মিয়াকে কেন টাকা দেন এমন প্রশ্নও তার।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট সুমন পারভেজ ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল আহমদ বলেন, অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিন আগামি ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে বিশ্বনাথ থানার তদন্ত ওসিকে দায়িত্ব প্রদান করেছেন।

সিলেট প্রতিদিন/ এমএ

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

ইতালি প্রবাসী কবি দেলোয়ার মোহাম্মদ আর নেই


শিক্ষার্থীদের সোনার মানুষ হতে হবে: সিলেটে দীপু...


উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী: সিলেটে...


পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আহ্বান...


ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, বর-কনেসহ নিহত ১১৩ ...


কিছু গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সাথে তিক্ততা...


কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয়...


সিলেটে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...


জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির...


বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩...


বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, তানজিম সাকিবের বাবা


শান্তিগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের...


শান্তিগঞ্জে ইউএনও’র নামে চাঁদা দাবি, সতর্ক...


জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন


বিশ্বকাপের আগে ১৫ বছর পর ঘরের মাঠেই সিরিজ...


সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা...


‘ফু’ দিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা হাতিয়ে নিলো...


দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে জাল জব্দ


কুলাউড়ায় মসজিদের কমিটি গঠন ও মসজিদ ওয়াকফ করার...


মার্কিন ভিসানীতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে...


বালাগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র...


১৭১ রানে অলআউট বাংলাদেশ


একদিনের সংক্ষিপ্ত সফরে শিক্ষামন্ত্রী সিলেট...


দাফনের ৫ দিন পর বাবা-মা জানলেন মেয়ে ‘জীবিত’


স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি...


বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র...


একদফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে...


দেশে প্রথমবারের মত শাবিপ্রবিতে চালু হচ্ছে...


১ রান নিয়েই রেকর্ডবুকে মাহমুদউল্লাহ


ধর্মপাশায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ


প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে...


ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক


জৈন্তাপুরে ২৫১ বোতর ভারতীয় মদসহ মাদক কুইন...


অক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা


প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান


বিজ্ঞাপন স্থান