
গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে: মিজান চৌধুরী

দোয়ারাবাজার প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৯-১৮ ০৪:০২:০১

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
২১ সেপ্টেম্বর রোডমার্চ ও আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ সফল করতে তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে হবে। আওয়ামী সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। জনতার সরকার প্রতিষ্ঠায় জিয়ার আদর্শের সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার (১৮ সেপ্টেম্বর )সকালে দোয়ারাবাজার উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,, মান্নারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ,আহবায়ক কমিটির সদস্য,আমান উল্ল্যাহ মেম্বার, তাইবুর রহমান, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদূর রহমান মেম্বার সহ দোয়ারাবাজার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য