রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

পূজা চেরীর স্বপ্নের নায়ক জায়েদ খান!

  • প্রকাশের সময় : ১৭/০৯/২০২৩ ১০:০৫:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান নায়িকা পূজা চেরীর স্বপ্নের নায়ক, তার ঘরজুড়ে শুধু জায়েদ খানের ছবি! কোথাও জায়েদ খানের শুটিং হচ্ছে শুনেই সেখানেছুটে যায় তাকে এক নজর দেখতে।

বাস্তবে কতোটা জায়েদ ভক্ত নায়িকা পূজা চেরী, তা জানা না গেলেও ‘লিপস্টিক’ নামের সিনেমার পর্দায় তাকে এমন চরিত্রেই দেখা যাবে!

কামরুজ্জামান রুমান পরিচালিত সিনেমাটি জায়েদ ভক্ত এক নারীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সাভারে সিনেমার শুটিং শুরুর আগে জায়েদ খান কথা বললেন সংবাদকর্মীদের সঙ্গে। সেখানেই বিষয়টি জানিয়েছেন তিনি।  

‘লিপস্টিক’ সিনমোয় স্বনামেই অভিনয় করছেন জায়েদ খান। এটা তার জীবনে অন্যরকম ব্যতিক্রমী একটি ঘটনা হয়ে থাকবে বলে এসময় জানান জায়েদ।

জায়েদ খান বলেন, এই সিনেমার গল্পটা আমাকে কেন্দ্র করে আবর্তিত, এই জিনিসটা আমাকে খুব আবেগাপ্লুত করেছে। সব সিনেমায় তো নায়ক হিসেবেই কাজ করি। কিন্তু এটা ব্যতিক্রম। এই সিনেমায় আমাকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে, চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড।

‘লিপস্টিক’-এ জায়েদ খান ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আদর আজাদ প্রমুখ। এর আগে এই সিনেমায় আদর আজাদের বিপরীতে কলকাতার দর্শনা বণিকের কথা শোনা গিয়েছিল।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি