জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমেরিকা যাওয়া প্রসঙ্গে ডা. দুলাল বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরসঙ্গী হওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। একই সাথে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। জাতির পিতার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া ছাড়াও এ সফরকালে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আমেরিকায় অবস্থানরত তার শুভানুধ্যায়ী, দলীয় নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দসহ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
ডা. দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল সফরসঙ্গীদের গন্তব্যে নিরাপদ গমনের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।