
শফিক চৌধুরীর সমর্থনে লন্ডনে জনসভা

কামরুল আই রাসেল, লন্ডন
প্রকাশ ২০২৩-০৯-১৩ ০৬:৪৮:৪৭

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, সিলেট ২ আসনের সাবেক সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে আবারও আওয়ামীলীগে প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি দাবি জানিয়ে বিলেতে বসবাসরত বিশ্বনাথ ওসমানী নগরবাসীর পক্ষ থেকে এক জনসভা অনুষ্টিত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি একাডেমি হলে এ জনসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিলেতের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো আনহার মিয়া এবং সভা পরিচালনা করেন যথাক্রমে বিশিষ্ট কমিউনিটি নেতা বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারান যুক্তরাজ্য আওয়ামীলীগের গণসংযোগ সম্পাদক রবিন পাল ও যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন আহমদ , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশিষ্ট কমিউনিটি নেতা বিশ্বনাথ ট্রাস্টের সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ ওয়েলফেয়ার এসেসিয়েশনের সভাপতি হরমুজ আলী, বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি আজাদ বক্ত চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, সহ-সভাপতি আফজাল হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, তারিফ আহমদ, আলতাফুর রহমান মুজাহিদ, হান্নান মিয়া, মকদ্দুছ আলী, মশাহিদ আলী বেলাল, মজনু মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ আগামী সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে বৃটেনে বসবাসরত ১৫ লাখ মানুষের পক্ষ থেকে আবেদন পত্র ও আলোচনার জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতির প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি হিসাবে সুলতান মোহাম্মদ শরিফ সবাইকে সতস্ফুরত ভাবে কাজ করার কথা বলেন এবং দলীয় সভানেত্রীর সাথে কথা বলবেন বলে সবাইক আশ্বস্ত করেন।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য