রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

হাজার কর্মী নিয়ে শাবিপ্রবিতে ছাত্রলীগের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ২৯/০৮/২০২৩ ০৬:৪২:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফলের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার(২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের হাসন রাজা মিলনায়তনে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমানের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ ছাত্রলীগের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ এবং বিভাগের আওতাধীন সেশনের নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

এ সময় ক্যাম্পাস থেকে প্রায় দুই হাজারের অধিক নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি নিতে দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়াও ছাত্র সমাবেশের সংবাদ যাতে শিক্ষার্থীদের নিকট যথাযথভাবে পৌঁছায় সেজন্য প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দেয়া হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি