
কম খরচে হানিমুনে যেতে পারেন স্বপ্নের চার দেশে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ ২০২৩-০৮-২২ ০৫:২৩:৩৬

বাংলাদেশের নব দম্পতিরা হানিমুন বা মধু চন্দ্রিমা বলতেই বোঝেন কক্সবাজার আর সেন্টমার্টিনকে। কিন্তু আপনি কি জানেন কম বাজেটে আপনি ঘুরে আসতে পারেন বাইরের দেশগুলোতেও।
দেশের বাইরে বিদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনার যতটা টাকার প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন ইচ্ছা। আপনি যদি বাইরের দেশ ঘুরতে বা মধু চন্দ্রিমায় যেতে চান তাহলে আজ আপনাদের জানাবো এমন কিছু দেশের কথা যে দেশে ভ্রমণে আপনার খরচ পড়বে মাত্র ৫০ হাজার টাকা।
যদি মধু চন্দ্রিমায় যেতে চান তবে আপনার বাজেট রাখতে হবে ১ লাখ টাকা। যদি এমন বাজেট আপনার থাকে তবে কম খরচে কিছু স্বপ্নের দেশের কথা জেনে নিন।
১। থাইল্যান্ড: কম বাজেটে ভ্রমণের জন্য স্বপ্নের দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রাখতে পারেন এ দেশকে। এ দেশে এত দীপপুঞ্জ আর সমুদ্র সৈকত আছে যে আপনাকে মুহূর্তেই নিয়ে যাবে স্বপ্নের রাজ্যে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি যাচাই করে জানা গেল, ৭ দিনের জন্য কাপলদের এই দেশে ভ্রমণের জন্য খরচ হবে ৭০ থেকে ৮৪ হাজার টাকা।
২। মালদ্বীপ: পছন্দের তালিকায় দ্বিতীয় সারিতে রাখতে পারেন মালদ্বীপকে। হানিমুনের জন্য এ দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়। এ দেশে নব দম্পতিদের ৭ দিনের জন্য ভ্রমণ খরচ লাগবে ৮০ থেকে ৮৮ হাজার টাকা।
৩। শ্রীলঙ্কা: নদীর বুকে প্রমোদতরীতে রোম্যান্টিক নৈশভোজ কিংবা কোনো বিচের ধারে জমিয়ে সি ফুড খাওয়াদাওয়ার প্ল্যান থাকলে শ্রীলঙ্কাকে বেছে নিতে পারেন। এ দেশে নব দম্পতিদের ৭ দিনের জন্য ভ্রমণ খরচ লাগবে ৬২ থেকে ৭৮ হাজার টাকা।
৪। মালয়েশিয়া: যদি প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে একটু জাকজমক শহর দেখার ইচ্ছা হয় তবে বেছে নিতে পারেন মালয়েশিয়া দেশটিকে। নবদম্পতিদের ৭ দিনের জন্য এ দেশে ভ্রমণ খরচ লাগবে ৭১ থেকে ৮৩ হাজার টাকা।
এ চার দেশ ছাড়াও কম পয়সায় আপনি ঘুরে আসতে পারেন ভুটান, নেপাল এমনকি পাশের দেশ ভারতে। ভারতের রাজস্থান, কাশ্মীর, দার্জিলিংয়েও দুইজনের ভ্রমণ খরচ হয় অনেক কম। তাই দেরি না করে আজ থেকেই বাজেট বান্ধব বিদেশ ভ্রমণের জন্য ঠিক করে ফেলতে পারেন।
বিয়ের পর নবদম্পতিরা নিজেদের সময় দিতে কিছুদিনের জন্য পরিবার, পরিচিতদের কাছ থেকে বিরতি নেন। বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান একান্তে। এ সময় জীবনে একবারই আসে। তাই কম বাজেটের মধ্যে নিজের দেশের বা বাইরে ভ্রমণের ইচ্ছা মেটাতে আজকের স্বপ্নের দেশগুলো থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের দেশটি।
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য