
ভারমুক্ত হলেন গোলাপগঞ্জের লুৎফুর রহমান

প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ ২০২৩-০৮-০৬ ০৬:৪৮:৪২

সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর মতো ভারমুক্ত হয়েছেন গোলাপগঞ্জের লুৎফুর রহমানও। তিনি দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে ভারমুক্ত ঘোষণা করেন।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, দেশের কোন এক জেলার একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাকে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সাধারণ সম্পাদকের মর্যাদা দেয়ার আহ্বান জানালে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
তাঁর এই ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ।
রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
মূলতঃ মাঠ পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় ও চাঙা করতে এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করে আওয়ামী লীগ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর গত বছরের (২০২২) ফেব্রুয়ারি মাস থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন লুৎফুর রহমান।
সিলেট প্রতিদিন/ ইকে

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য