শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের বিভিন্ন বিভাগের আট অধ্যাপক ১ম গ্রেডে পদন্নোতি পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পদন্নোতি প্রাপ্তরা হলেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন ও একই বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সুজয় চক্রবর্তী ও একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া এবং সিইপি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাস্তাবুর রহমান ও একই বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার।
রেজিস্ট্রার জানান, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত আদেশ অনুযায়ী গত ১৯ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ২২৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক ২য় গ্রেড অধ্যাপক থেকে ২০ জুন থেকে ১ম গ্রেড অধ্যাপক হিসাবে ৮জন অধ্যাপককে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তারা এ পদের বেতন স্কেল টাকা ৭৮,০০০ (নির্ধারিত)-এর আর্থিক সুবিধা পদোন্নতির দিন থেকেই প্রাপ্য হবেন।