শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১০ অপরাহ্ন

পরিকল্পিত ও টেকশই উন্নয়ন প্রয়োজন : আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৩ ০৮:৫৮:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

শুধু উন্নয়ন করলেই হবে না, পরিকল্পিত এবং টেকশই উন্নয়নের প্রয়োজন। সিলেটে স্থায়ী বা দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনা। তাই সিলেট নগরীকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সঠিক নিয়মে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। সিলেটের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই এখানে নৌকা প্রতীক দিয়ে আমাকে অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া সিলেটের সন্তান হিসেবে এখানে আমারও অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ২১ জুন সিলেট সিটির সম্মানিত ভোটারবৃন্দকে নৌকা প্রতীকে ভোট প্রদানসহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার (৪ জুন) দুপুরে সিলেট নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও ৩০ নম্বার ওয়ার্ডের শিববাড়ী এলাকায় নির্বাচনী গনসংযোগকালে তিনি এ কথাগুলো বলেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন,সুজিত রায় নন্দী,বলদেব কৃন্ন দাস,উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক রজত কান্তি গুপ্ত,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালাই বক্স,সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদরু, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু,৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান, রাসেল আহমদ, ইসমাইল হোসেন আনন্দসহ নেতৃবৃন্দ।

৩০নং ওয়ার্ডে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য এমরুল হাসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, বদরুল আলম শিশু, মাককু মিয়া, মনসুর আহমদ, রেকি আহমদ, আলাউদ্দিন, আলতাব মিয়া, সাবু উদ্দিন মিয়া, রায়হান আহমদ উজির, মিসবাহ মিয়া, মিজান মিয়া, ফারুক মিয়া, জুনেক মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি