বুধবার, সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ অপরাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে: শ্রীমঙ্গলে বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ ২০২৩-০৬-০৪ ০৮:৩৩:০৮
pic.-000

IT Factory Ad

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, চা শিল্পের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের ছায়াতলে দেশের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চা উৎপাদনকারী ও বিপণনকারীদের পাশাপাশি বড় ভূমিকা পালন করছে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট অদম্য শ্রমিকগণ। শ্রমঘন এ শিল্পে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাগান মালিকগণ কাজ করে চলেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। 

রোববার দুপুরে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চবিদ্যালয় মাঠে ৩য় জাতীয় চা দিবস উদযাপন ও জাতীয় পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চা শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন চা শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার চা-এর রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে ৩য় জাতীয় চা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। 

রোববার (৪ জুন) সকাল ১০টায় শ্রীমঙ্গলসস্থ অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় মাঠে 'চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প' প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শুরু হয় এক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং সাধারণ চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল। 

বিশেষ অতিথির বক্তব্যে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন। চা শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারুপ করেছেন। কাজেই চা শিল্পের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে চা বাগান মালিক ও বিপণনকারীসহ সবাইকে শ্রমিকবান্ধব চা শিল্প গড়ে তুলতে হবে। সাধারণ চা শ্রমিক নৃপেণ পাল বলেন, চা শ্রমিকদের ভূমি অধিকার ও আরও মজুরী বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। 

আলোচনা সভা শেষে দুপুর ১২টায় দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়েছে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেন।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো হলো একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান, (ফিনলে টি কোম্পানি), সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী মধুপুর চা বাগান (কেদারপুর টি কোম্পানি), শ্রেষ্ঠ চা রপ্তানিকারক (আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি.), শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী মো. আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়), শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, জেরিন চা বাগান (ইস্পাহানি টি কোম্পানি), বৈচিত্রময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ কোম্পানি (কাজী এন্ড কাজী টি এস্টেট লি.), বৈচিত্রময় চা-পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি (গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি.) এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা-নেপচুন চা বাগান (ইস্পাহানি টি কোম্পানি)।

অনুষ্ঠানে দেশের চা-বাগানগুলোর মালিক, শ্রমিক ও চা-শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

পুরস্কার প্রদান শেষে চা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী চা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। 

চা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পাডেলিয়ন এবং শ্রীমঙ্গলস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থাও ছিল। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা ছিল উন্মুক্ত।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যেদিন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সে দিনটিকে (৪ জুন) স্মরণীয় করে রাখতে প্রতি বছর দিনটি উদযাপিত হচ্ছে ‘জাতীয় চা দিবস’ হিসেবে। 

সিলেটের মালনিছড়া চা বাগানে ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। ধীরে ধীরে এ অঞ্চলের অন্যতম সম্ভাবনাময় শিল্প হিসেবে চা শিল্প বিকশিত হতে থাকে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ব্রিটিশ শাসনাধীন উপমহাদেশের এ অঞ্চলে চা শিল্পের অগ্রগতি মূলতঃ ব্রিটিশদের মাধ্যমেই হয়েছিল।

সিলেট প্রতিদিন/ ইকে

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী: সিলেটে...


পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আহ্বান...


ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, বর-কনেসহ নিহত ১১৩ ...


কিছু গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সাথে তিক্ততা...


কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয়...


সিলেটে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...


জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির...


বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩...


বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, তানজিম সাকিবের বাবা


শান্তিগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের...


শান্তিগঞ্জে ইউএনও’র নামে চাঁদা দাবি, সতর্ক...


জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন


বিশ্বকাপের আগে ১৫ বছর পর ঘরের মাঠেই সিরিজ...


সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা...


‘ফু’ দিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা হাতিয়ে নিলো...


দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে জাল জব্দ


কুলাউড়ায় মসজিদের কমিটি গঠন ও মসজিদ ওয়াকফ করার...


মার্কিন ভিসানীতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে...


বালাগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র...


১৭১ রানে অলআউট বাংলাদেশ


একদিনের সংক্ষিপ্ত সফরে শিক্ষামন্ত্রী সিলেট...


দাফনের ৫ দিন পর বাবা-মা জানলেন মেয়ে ‘জীবিত’


স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি...


বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র...


একদফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে...


দেশে প্রথমবারের মত শাবিপ্রবিতে চালু হচ্ছে...


১ রান নিয়েই রেকর্ডবুকে মাহমুদউল্লাহ


ধর্মপাশায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ


প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে...


ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক


জৈন্তাপুরে ২৫১ বোতর ভারতীয় মদসহ মাদক কুইন...


অক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা


প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান


র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা চাওয়া সিনেটর ঘুষ...


কারিতাসের অ্যাডভোকেসি সভা ও সহায়তা প্রদান


বিজ্ঞাপন স্থান