বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

সিসিক নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী শাবির সাবেক ছাত্র বিজিত লাল

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৩ ০৮:২৩:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী দৌড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। বিশেষ করে নবীনদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। সিলেট সদর উপজেলার টিলাগড়, ডরিয়া, বড়গুল, দুসক, শাবিপ্রবি, আখালিয়া, নতুন বাজার আবাসিক এলাকা, যগীপাড়া, দামালী পাড়া, আখালিয়া ঘাট, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা এলাকা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিজিত লাল দাশ। তিনি মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। রবিবার(৪ জুন) দুপুরে সিলেট প্রতিদিনকে এসব তথ্য জানান তিনি।

প্রতীক বরাদ্দের পর থেকে বিজিত ৩৭ মং ওয়ার্ড এলাকায় পাড়া-মহল্লার বিশিষ্ট ব্যক্তিগণ, যুব সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক ও পেশাজীবী নেতৃবৃন্দ মতবিনিময় সভা করে আসছে।

৩৭নং ওয়ার্ডের স্থানীয়রা জানান, এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কর্র্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন বিজিত ।

এছাড়াও এলাকাবাসীর যে কোন বিপদ-আপদে সবসময় সহযোগীতা করে আসছেন। স্থানীয় গণমাণুষের হৃদয়ের মাঝে আস্থা অর্র্জন করে নিয়েছেন বিজিত লাল দাশ।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী বিজিত লাল দাশ জানান, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এ বিশ্ববিদ্যালয় ৩৭ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত। এখানে অনেক ভোটার রয়েছেন। সবাই আমাকে সমর্থন দিলে আমার পথ সুফল হবে। আমি এলাকাবাসী ও যুবসমাজের পাশে এখনও আছি ভবিষতেও পাশে থাকব। কাউন্সিলর হলে রাস্তা ঘাট উন্নয়ন, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকব। ৩৭ নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ ভাবে আমাকে সমর্থন দিচ্ছেন, এভাবে তাদের ভালবাসা ও সমর্থন পেলে নিজেকে আপনাদের সেবায় উৎসর্গ করবো। তিনি বলেন, আমি দলমত নির্বিশেষে আপনাদের দোয়া চাই। আমি ৩৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, বিজিত লাল দাশ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি