চলতি মৌসুম শেষে একাধিক তারকা ফুটবলার হারাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসির ক্লাব ছাড়ার বিষয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরে। সম্প্রতি সেটি নিশ্চিত করেন পিএসজির কোচ ক্রিস্টোগার গালতিয়ের। মেসির পর এবার স্প্যানিশ তারকা সার্জিও রামোসও পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পিএসজি ছাড়ার ব্যাপারে নিশ্চিত করেন রামোস। মেসির মতো রামোসও শেষবার পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন।
শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে রামোস বলেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন হতে যাচ্ছে, আমার জীবনের আরও একটি অধ্যায়কে বিদায় জানাতে যাচ্ছি। গুডবাই, পিএসজি।’
১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। ফ্রান্সের ক্লাবটির হয়ে দুই বছরে ৪৪ ম্যাচ খেলেন তিনি। যেখানে তিনটি গোলও রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এ তারকা ডিফেন্ডারের।