
শাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৫-২৩ ০৮:৪৩:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগের শাবিপ্রবি শাখা।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান আবাসিক হলের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখহাসিনা এদেশের গরিব -দুঃখী মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন তা জাতিসংঘ কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে আখ্যায়িত করে ভূয়সী প্রশংসা করেছে, আমরা মনে করি জাতিসংঘ কর্তৃক এই স্বীকৃতি আমাদের জন্য অনেক গর্বের এবং দেশরত্ন শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে অভিনন্দন জানায়।’
সিলেট প্রতিদিন/ এমএনআই

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য