বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের ইফতার বিতরণ ও বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০/০৪/২০২৩ ০৮:১৯:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার বিশেষ সভায় বক্তারা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন অতিতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবে। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১০ এপ্রিল) বাদ আছর নগরীর পূর্ব মিরাবাজারস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ শেষে আয়োজিত বিশেষ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় আগামী পবিত্র ঈদ উল ফিতরের পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সহ সভাপতি মো. মঈনুল ইসলাম, শহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক চিত্র শিল্পী ভানু লাল দাস, বিধু ভুষণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিমন, তফজ্জুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাহফুজা আক্তার মৌসুমী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহন লাল দাস মৃদুল, যুব ও ক্রীড়া সম্পাদক সুহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মাধুরী গুন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার, সহ সাহিত্য সম্পাদিক সাহেদা বেগম জোৎসনা, সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার কনা, ফাউন্ডেশনের সদস্য মো. রুহেল চৌধুরী, তৈয়ফুর রহমান শাহীন, সাহাব উদ্দিন, কানাইঘাট সভাপতি শরিফ উদ্দিন, গোয়ানঘাট সভাপতি সরওয়ার হোসেন ছেদু, কানাইঘাট শাখার যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, গোয়ানঘাট ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

এর আগে পূর্ব মীরাবাজারস্থ হোটেল ইন্তানবুলের সামনে দুস্থ ও অসহায় রোজাদারদের মধ্যে ইফতারী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সভায় বিগত ১৬ মার্চ অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাউন্ডেশনের ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি তৈয়ফুর রহমান শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশেষ সভায় মোনাজাত পরিচালনা করেন মো. মঈনুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তফজ্জুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি