বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

আছিরগঞ্জ গণপাঠাগারে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৩ ০৯:২৯:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার এক আলোচনা সভা, দোয়া ও ইফাতর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ আসর পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কবি এসএম সেবুল, পাঠাগারের কোষাধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিন, ছাত্রনেতা আবু তৈয়ব, কাওসার আহমদ প্রমুখ।

বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান। তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারা প্রতিটি জাতীয় দিবস পালনে আছিরগঞ্জ গণপাঠাগারের উদ্যোগকেও সাধুবাদ জানান।

আছিরগঞ্জ গণপাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, কবি আবু সালেহ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক শামীম আহমদ, সহজ আহমদ, মধ্যপ্রাচ্য প্রবাসী রফিক উদ্দিন, যুবনেতা সমস উদ্দিন ও নজরুল ইসলাম।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত  কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত আল হাসান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি